১২ বছরের অর্ধনগ্ন ধর্ষিত বালিকা বাড়ি বাড়ি ঘুরেও সাহায্য পায়নি। ধর্ষণের ফলে রক্তপাত হচ্ছে তার। সেই অবস্থায় দ্বার থেকে দ্বারে ঘুরছে সাহায্যের জন্য। লোকজন তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না। সে সাহায্যের জন্য এগিয়ে গেলে একজন লোককে দেখা যায়, তাকে তাড়িয়ে দিচ্ছে। একটি সিসিটিভিতে এসব দৃশ্য ধরা পড়েছে। ভারতের মধ্য প্রদেশের উজ্জয়নে বাদনগর রোডের এ ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। সেখানে ওই বালিকা রাস্তায় রাস্তায় ঘুরে অবশেষে পৌঁছে যায় এক আশ্রমে।
