নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার প্রধানসহ মো. ইয়াকুব হোসাইন ওরফে ইয়াকুব হুজুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার পরিকল্পনাকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬-এর একটি দল ঝিনাইদহ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন চুয়াডাঙ্গার জীবননগরের মজনু মিয়ার ছেলে মো. রুবেল ওরফে জাহাদ খান (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাহিন (১৮)।
বুধবার (২৬ অক্টোবর) খুলনা র্যাব-৬ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য। ইয়াকুব হোসাইন সংগঠনটির উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
ইয়াকুবের তথ্য অনুযায়ী র্যাবের এই কর্মকর্তা জানান, ‘আনসার আল ইসলাম’-এর এই সেলটি জুবায়ের নামক এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে; যিনি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে অবস্থান করছেন।
এ ছাড়া সাদিক হুসাইন নামের এক ব্যক্তি সংগঠনটির অন্যতম অর্থ জোগানদাতা, বর্তমানে তিনি আফ্রিকার একটি দেশে অবস্থান করছেন। এই সেলটির আরেক সদস্য ওমর ফারুক ওরফে রিয়াজ উদ্দিন পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছেন। এই সেলের অন্য সদস্যরা ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আছেন। তাঁরা দেশের বিভিন্ন এলাকায় টার্গেট কিলিং ও অস্ত্র সংগ্রহের জন্য কাজ করছেন।
মূলত এই সেলের সদস্যরা অল্প বয়সী তরুণ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
সুত্রঃ কালেরকন্ঠ