ময়মনসিংহের ত্রিশালে রামপুর ইউনিয়নের একটি জামে মসজিদে ইমাম কর্তৃক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় আজ বুধবার (২২ নভেম্বর) ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষার্থীর পিতা।ঘটনার সাথে জড়িত অভিযুক্ত বীররামপুর মধ্য উজানপাড়া জামে মসজিদের ইমাম মিজানুর রহমান (৩৪)পলাতক রয়েছেন। তার বাড়ী একই জেলার ফুলবাড়িয়া উপজেলায়।
জানা গেছে, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর মধ্য উজান পাড়া এলাকার জনক ব্যক্তির সাত বছর বয়সী শিশু কুরআন শিখতে প্রতিদিনের মতো মসজিদে ইমামের নিকট যান। কিন্তু গত সোমবার (২০ নভেম্বর) মসজিদের রুমের ভিতর শিক্ষার্থীকে একা পেয়ে মিজানুর রহমান বিভিন্ন লোভনীয় কথাবার্তাও ভয়-ভীতি দেখিয়ে বলাৎকার করেন। বলাৎকারের শিকার শিশু শিক্ষার্থীকে তার পরিবারের সদস্যরা প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন।
শিশু শিক্ষার্থীর পিতা মসজিদের ইমাম মিজানুর রহমানকে আসামী করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান,এই ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সুত্রঃ দৈনিক সময়ের কন্ঠ