পুলিশের সঙ্গে অভিযুক্ত মাদরাসা শিক্ষক
রংপুরে হাফেজিয়া মাদরাসার শিশু ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে আবু হোসাইন (২৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার হারাগাছের চওড়ার হাটের রহমানিয়া হাফেজিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু হোসাইন জেলার পীরগঞ্জ উপজেলার মোনাইল গ্রামের লাল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা হারাগাছ মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বলাৎকারের চেষ্টা করে আসছিল সহকারী শিক্ষক আবু হোসাইন। সোমবার মাদ্রাসার নূরানী কক্ষের ভেতর ওই ছাত্রকে আবারও জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করে ওই শিক্ষক। পরে শিশুটি পালিয়ে বাড়ি গিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করলে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অভিযুক্ত আবু হোসাইনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।
সুত্র সমকাল