নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ঢাকার আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের প্রধান সেকশন চীফকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রমিজুল ইসলাম ওরফে ইসলাম (৩২) শরীয়তপুর জেলার মৃত শহীদ প্রমানিকের ছেলে। তার কাছ থেকে নিষিদ্ধ ও জঙ্গি বিষয়ক লিফলেট উদ্ধার হয়েছে।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরচিালক (মিডিয়া) মো. পারভেজ রানা জানান, রমিজুল ইসলাম পূর্বে গ্রেপ্তার হওয়া জঙ্গি আশিকুর রহমানের অন্যতম সহযোগী। তাদের সংগঠন আফগানিস্তানের তালেবানের উত্থান উদ্ধুদ্ধ হয়ে ‘আনসার আল ইসলাম’-এর কার্যক্রম পরিচালনা করছিল। তার দোকান ইসলাম ফার্মেসির আড়ালে বিভিন্ন পন্থায় অর্থ লেনদেন করতেন।
এছাড়াও বিভিন্ন সময়ে মসজিদ বাসা বা বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা করতেন।
সুত্রঃ কালেরকন্ঠ