কাশ্মীরে জঙ্গিদের হামলায় মসজিদে নামাজরত পুলিশের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনার পর কাশ্মীরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। শহরে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
রোববার ২৪ ডিসেম্বর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এদিন ভোরে মসজিদ নামাজ পড়ছিলেন কাশ্মীর পুলিশের ওই কর্মকর্তা। এসময় জঙ্গিরা হামলা করলে তিনি নিহত হন।
প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শফি। তিনি কাশ্মীর পুলিশের সিনিয়র সুপার পদে অবসর গ্রহণ করেছিলেন। ঘটনাটি ঘটেছে বারামুল্লার গান্টমুল্লা এলাকায়।
এর আগে গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় ৫ সেনা সদস্য নিহত হয়েছিলেন। জঙ্গিরা দু’টি সেনা গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ওই দু’টি গাড়ি তখন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। জঙ্গিদের কাছে প্রচুর অস্ত্র ছিল বলে খবর পাওয়া গেছে। পরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
সুত্রঃ চ্যালেন আই অনলাইণন