গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে গত বুধবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ট্রেনে উঠে। ময়মনসিংহের ট্রেনে না উঠে ভুলবশত লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে মেয়েটি। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পেয়ে অ্যাটেনডেন্ট আক্কাছ গাজী তার কেবিনের কক্ষে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা বিবস্ত্র অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করেন। সেইসঙ্গে অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে হাতেনাতে আটক করেন। বাসে ধর্ষণের ঘটনা প্রায় খবরে আসে কিন্তু চলন্ত ট্রেনে শিক্ষার্থী ধর্ষণের ঘটনা বিরল। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জান্নাচ্ছি। আর মনে মনে চিন্তা করি এই সভ্য সমাজে নারীর নিরাপদ কোথায়?
See less
