সিলেটের শ্রীমঙ্গল থেকে মো. হিফজুর রহমান কাউছার (২৩) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তার কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২ টি সিমকার্ড জব্দ করা হয়।
এটিইউ বলছে, গ্রেফতারকৃত তরুণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন এজাহারনামীয় পলাতক আসামী। সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী কন্টেন্টের প্রচার-প্রচারণাসহ ষড়যন্ত্রের মাধ্যমে দেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এছাড়াও, আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে সন্ত্রাসবাদের দিকে আহবান করার মাধ্যমে এবিটির নতুন সদস্য সংগ্রহের কাজ করে আসছিলেন।
এইটইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ে পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গতকাল বৃহস্পতিবার বলেন, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি এটিইউর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানার টানসূত্রাপুর সাকিনস্থ জিএমএস গেইট সংলগ্ন এলাকা থেকে এবিটির সক্রিয় সদস্য মো. আবু সাইদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতসহ তার অন্যান্য পলাতক সহযোগীদের বিরুদ্ধে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মামলা হয়। আবু সাইদকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি ঝালকাঠি সদর থানাধীন ব্রাক মোড় এলাকা থেকে এবিটির অপর সক্রিয় সদস্য নাঈম মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়। সর্বশেষ বুধবার হিফজুর রহমান কাউছারকে সিলেটের শ্রীমঙ্গল রোডের কুসুমবাগ পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে একই মামলায় এবিটির ৩ এজাহারভুক্ত সদস্যকে আটক করলো এটিইউ।
সুত্রঃ সময়ের আলো