বরিশাল জেলার বাকেরগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে দশম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় বুধবার (৬ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রীর বাবা বাদী হয়ে আবু বক্কর ছিদ্দিক নামে মসজিদের এক ইমামের বিরুদ্ধে মামলা করেছেন।
আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন নালিশি মামলাটি এজাহার হিসেবে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আসামি আবু বক্কর ছিদ্দিক বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাজলাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ কাজলাকাঠী মিরুল্লাহ জামে মসজিদের ইমাম।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, ‘আবু বক্কর ছিদ্দিক চার বছর ধরে ওই মসজিদে ইমামতি করেন। মসজিদের পাশের একটি কক্ষে বাস করতেন তিনি। সেখানে ওই মেয়েকে তিনি প্রাইভেট পড়াতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১৭ জুন তাকে প্রথম ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রীকে ধর্ষণ করলে তার শারীরিক পরিবর্তন দেখা দেয়।’
তিনি জানান, গত ৩ মার্চ তাকে নিয়ে চিকিৎসকের কাছে যায় পরিবার। তখন শারীরিক পরীক্ষায় তার ৩৫ সপ্তাহ ৬ দিনের অন্তঃসত্ত্বার বিষয়টি সামনে আসে। এ ঘটনায় প্রথমে থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা।
সুত্রঃ সারাবাংলা