নিষিদ্ধি জঙ্গি সংগঠনগুলোর সহিংসতা ঘটানোর সক্ষমতা না থাকলেও হাত ঘুটিয়ে ঘরে বসে নেই জঙ্গিরা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দলে লোক টানার চেষ্টা করছে। গত ৭ই জানুয়ারির নির্বাচনের পর সারাদেশের বিভিন্ন জেলা থেকে আইন-শৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বিভিন্ন পর্যায়ের সক্রিয় সদস্যরা। তারা নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছে। তরুণদের লক্ষ্যবস্তু করে বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ডাক্তার,শিক্ষকসহ বিভিন্ন পেশার মেধাবী তরুনদের জঙ্গি সংগঠনে টানার জন্য চেষ্টা তারা করছে। জঙ্গিরা বড় ধরনের সহিংসতা ঘটানোর সক্ষমতা না থাকলেও কোন এদেরকে হালকাভাবে নেওয়ার কারণ নেই কারণ শত্রুকে কখনও দূর্বল ভাবা উচিত নয়। সুযোগ পেলে যেকোন সময় বড় ধরনের আঘাত করতে পারে তারা। তাই জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে সচেতনতার সাথে সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।
