পরিকল্পনা ছিল ভারতে বড়সড় হামলা চালানোর। সেই লক্ষ্যেই ভারতে প্রবেশ করেছিলেন দুইজন। কিন্তু গোয়েন্দাদের তৎপরতায় বানচাল হলো সেই ছক। পুলিশের হাতে ধরা পড়ল দুই আইএস জঙ্গি। তাদের মধ্যে একজন ভারতে আইএস জঙ্গি গোষ্ঠীর প্রধান, অপরজন তার সঙ্গী।
মঙ্গলবার (১৯ মার্চ) ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে আসামের ধুবরি জেলা থেকে ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আসাম পুলিশের টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে এই বিরাট অভিযান চালায়। আর তাতেই মেলে সাফল্য। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ধুবরি জেলার ধর্মশালা এলাকা থেকে দুই আইএস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম হরিশ ফারুকি ওরফে হরিশ আজমল ফারুকি এবং অনুরাগ সিং। ভারতে আইএস সংগঠনের প্রধান ফারুকি। অপর জঙ্গির নাম অনুরাগ সিং ওরফে রেহান।
পানিপথের বাসিন্দা অনুরাগ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তার স্ত্রী বাংলাদেশের নাগরিক বলে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তার সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি।
আইএস জঙ্গিদের গ্রেপ্তার সম্পর্কে আসাম পুলিশের প্রধান জনসংযোগ কর্মকর্তা প্রণবজ্যোতি গোস্বামী বলেন, জঙ্গিরা ভারতে নতুন জঙ্গি নিয়োগ, সন্ত্রাসবাদে আর্থিক মদত জোগাড় করতেই এসেছিল। দেশের একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানোরও পরিকল্পনা ছিল তাদের। অভিযুক্তদের নামে দিল্লির এনআইএ, লক্ষ্মৌ এটিএসের একাধিক মামলাও রয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় আসাম এসটিএফ। জঙ্গিরা যখন ভারতে অনুপ্রবেশ করছিল, সেই সময়ই তাদের হাতেনাতে ধরা হয়।
জানা গেছে, ফারুকি ও অনুরাগ-উভয়ই আইসিসের থেকে উচ্চ প্রশিক্ষিত। ভারতে আইএস জঙ্গি নিয়োগ, সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত সংগ্রহ ও সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
সুত্রঃ ঢাকা পোষ্ট