মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলার প্রশংসায় ইসলামিক স্টেট গোষ্ঠী। এরই মধ্যে পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে ‘কাফেরদের’ গণহত্যার হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (ISIS Terrorist)। এই গণহত্যা চালানোর জন্য আত্মঘাতী জঙ্গিদের (Lone Wolves) কাজে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামিক স্টেটের মুখপাত্র আবু হুদায়ফা আল-আনসারির ভিডিও বার্তায় এমনই হুঁশিয়ারি। সম্প্রতি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ৪১ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আইএস জঙ্গিদের বার্তা দিতে দেখা গিয়েছে সংগঠনের মুখপাত্র আবু হুদাইফা আল-আনসারিকে (Abu Hudhayfah al-Ansari)। যেখানে বিশ্বজুড়ে নৃশংস গণহত্যার বার্তা দিয়ে তাকে বলতে শোনা গিয়েছে, ২০১৪ সালে তাদের সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল। চলতি বছরে তারা ১০ম বার্ষিকী পালন করছে। সেই উৎসব পালনের লক্ষ্য হিসেবে প্রবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে গণহত্যা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইএসের ভয়ংকর এই বার্তায় নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। পাশাপাশি ওই ভিডিও বার্তায় মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলার জন্য ইসলামিক স্টেট খোরাসানের প্রশংসা করতে শোনা গিয়েছে আইএস জঙ্গিকে। যে হামলার ১৪৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তানে একটি নিরাপদ ঘাঁটি তৈরি করতে না পারলে আইএসকেপির পক্ষে এসব হামলার কোনোটিই চালানো সম্ভব হতো না। তালেবানের সঙ্গে বৈরী সম্পর্কের পরও ২০২১ সালে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় তালেবানের প্রত্যাবর্তনের পরই মূলত দেশটিতে নিজেদের অবস্থান সংহত করেছে আইএস।
আইএস জঙ্গি গোষ্ঠীর নতুন উদ্যমে উত্থান, বিশ্ব কি সর্তক?
See less
previous post
