দেশে নতুন করে সন্ত্রাস তৈরির ছক কষছে জঙ্গিবাদী ও তাদের মদদদাতারা। বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী, মাদ্রাসাগুলো হয়ে উঠছে জঙ্গিবাদ তৈরির কারখানা। তাই মাদ্রাসাগুলোতে সরকারকে আরও কঠোর নজরদার চালাতে হবে। এছাড়াও বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও অনলাইনে জঙ্গিবাদে উৎসাহিত করা হচ্ছে। বিদেশ থেকে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রচারণার মাধ্যমে যুবকদের বিভ্রান্ত করতে একটি চক্র বেশ সক্রিয়। তাই অবিলম্বে নজরদারি বাড়াতে হবে। অর্থ পাচার, মানব পাচার ইত্যাদির সঙ্গে যুক্তরাও জঙ্গিদের গোপনে অর্থের জোগান দিয়ে চলেছে। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলি তাদের পুরনো পরিচয়কে কাজে লাগিয়ে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নতুন নতুন সংস্থার নামে অর্থ ও প্রশিক্ষণ আদায় করছে। আবার কিছু কিছু জঙ্গিগোষ্ঠী জাকাত ফান্ডের মাধ্যমেও তাদের অর্থের জোগান ঠিক রাখতে সক্ষম রয়েছে। হিযবুত তাহারীর, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন জঙ্গিবাদী সংগঠন সম্পর্ক বাংলাদেশে প্রগতিশীল এবং মুক্ত গণতান্ত্রিক চর্চার পক্ষে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে মৌলবাদী সংগঠনগুলো। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। জঙ্গিবাদীদের মদদ জোগাচ্ছে বিভিন্ন মৌলবাদী সংগঠন। ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। ধর্মীয় মৌলবাদীদের কাজে লাগিয়ে চলছে জঙ্গিবাদকে জাগিয়ে তোলার ষড়যন্ত্র।
