নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারের নাম সিজান হোসেন (১৯)। তিনি জয়পুরহাটের পাঁচবিবির হরেন্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
শনিবার (১১ মে) এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউ’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালি থানাধীন শেখহাটি বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার পলাতক ছিল আসামি গ্রেফতার সিজান হোসেন। সে যশোর কোতোয়ালি থানাধীন স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সিজান হোসেন ও তার অন্য সহযোগিরা অনলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতার আসামি ও তার সহযোগিরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল।
এছাড়া উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমমনা আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
সুত্রঃ বাংলা ট্রিবিউন