স্বরাষ্ট্রমন্ত্রী আশঙ্কা করে বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর হাব তৈরি হতে পারে। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে জঙ্গিবাদের উত্থানের কিছু কিছু আলামত দেখা যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে মাদকের বিস্তার মিয়ানমার থেকে বিভিন্ন সন্ত্রাসী গোষ্টির নিষিদ্ধ মাদক ও অস্ত্রের চালান প্রবেশে রোহিঙ্গা ক্যাম্পগুলো জঙ্গিবাদের ক্ষেত্র হয়ে উঠছে। রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি অপরাধ বেড়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত চার মাসে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা ও সংঘাতের ঘটনায় ২৪১টি মামলা হয়েছে। এর মধ্যে ৩১টি হত্যা মামলা, ১২টি হত্যাচেষ্টা মামলা ২৪টি অস্ত্র মামলা, ৯টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ও ১৩৭টি মাদক মামলা। এ ছাড়া মানবপাচারসহ আরও কয়েকটি অপরাধের ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও দেশের নিষিদ্ধ জঙ্গিগোষ্টিগুলো সুযোগ নিতে পারে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন গ্রুপের সাথে। এক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনী সর্তক অবস্থানে থেকে স্বারাষ্ট্র মন্ত্রীর আশংঙ্কাকে সব্বোর্চ গুরুত্ব দিয়ে জঙ্গি কার্যক্রমে যে সব গোষ্ঠিগুলো জড়াচ্ছে তাদের চিহ্নিত করা। দেশের স্বার্থের বিরুদ্ধে কোন অপশক্তিই যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি আলামত, হাব তৈরি হতে পারে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর
previous post
