ভারতের নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি যখন তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন ঠিক সেই সময় জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা হলো। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন। আহত হয়েছেন আরো ৩৩ জন। রোববার ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ এই অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় রিয়াসি শহরের কাছে বাসটি বন্দুকধারীদের হামলার মুখে পড়ে এবং পরে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই হিন্দু তীর্থযাত্রী বলে জানানো হয়েছে। খবর আল জাজিরা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রবিবার (৯ জুন) জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার একটি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের একটি বাসে এ হামলা হয়।
রিয়াসি জেলার পুলিশ প্রধান মোহিতা শর্মা সাংবাদিকদের বলেছেন, ‘বন্দুকধারীরা বাসটিতে অতর্কিত হামলা চালায় এবং নির্বিচারে গুলি চালায়। পরে বাসটি একটি খাদে পড়ে যায়, যার ফলে ৯ জন তীর্থযাত্রীর মৃত্যু এবং আরো ৩৩ জন আহত হয়েছেন।’ তিনি বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহতদের নারায়ণ হাসপাতাল ও রিয়াসি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অবশ্য হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বিশেষ মহাজন জানিয়েছেন, বাসটি হিন্দু মন্দির মাতা বৈষ্ণো দেবীর বেস ক্যাম্পে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে হামলার শিকার হয়।
অন্যদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাসটি শিব খোরি গুহা মন্দিরে যাওয়ার পথে হামলার কবলে পড়ে। সন্ত্রাসীরা গুলি চালালে বাসটি খাদে পড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। মোহিতা শর্মা জানিয়েছেন, গুলিবর্ষণের ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এতে করে বাসটি খাদে পড়ে যায়। যাত্রীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
সুত্র: বণিক বার্তা