আনসার আল ইসলামের ‘মতাদর্শে পরিচালিত’ নতুন জঙ্গি সংগঠন ‘শাহাদাতের’ দুই সদস্যকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানিয়েছেন।
তিন সপ্তাহ আগে ২৪ মে ঢাকার গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তারের পর ‘শাহাদাত’ সম্পর্কে তথ্য দেয় র্যাব। স্তিমিত হয়ে পড়া জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আড়ালে নতুন ওই সংগঠনটি গড়ে তারা কার্যক্রম চালাচ্ছিলেন বলে র্যাবের ভাষ্য।
চট্টগ্রামে নতুন করে গ্রেপ্তার দুজন হলেন- মো. আসাদুজ্জামান ওরফে আসিফ (২২) ও মো. আহাদ (২১)।চট্টগ্রামের পটিয়ায় একটি মাদ্রাসার শিক্ষার্থী আসিফের বাড়ি পঞ্চগড়ে; আহাদের বাড়ি পাবনায়।
শুক্রবার সন্ধ্যায় চান্দগাঁও ক্যাম্পে র্যাব-৭ এর অধিনায়ক মাহবুব আলম সংবাদ সম্মেলনে বলেন, শিকলবাহা ইউনিয়নের পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। আরও পাঁচ-ছয়জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
তিনি বলেন, “ঢাকা থেকে শাহাদাতের তিন শীর্ষ সদস্যকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে চট্টগ্রাম থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে টিকতে না পেরে আনসার আল ইসলাম তার মতাদর্শে নতুন দল তৈরি করে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে।”
নতুন সংগঠনটি সালাউদ্দিন নামে এক ব্যক্তি ভারত থেকে পরিচালনা করেন জানিয়ে র্যাব-৭ এর অধিনায়ক বলেন, “যোগাযোগের জন্য তারা ‘বিপ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করেন। সম্প্রতি ঢাকায় তিন সদস্য গ্রেপ্তারের পর অন্য সদস্যরা সতর্ক হয়ে যায়।
“পাশাপাশি তাদের নিয়ন্ত্রণকারী সালাউদ্দিন একটি অডিও বার্তার মাধ্যমে গ্রুপের সকল সদস্যকে নিস্ক্রিয় হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার সতর্ক বার্তা দিয়েছে।”
অডিও বার্তাটি সাংবাদিকদেরও সরবরাহ করে র্যাব। সেখানে যোগাযোগ বন্ধ করে মোবাইল নম্বর ও ঠিকানা পাল্টে ফেলার নির্দেশনা সংক্রান্ত বার্তা রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, “গ্রুপের সদস্যরা তাদের নেতাদের ভিডিও বক্তব্য অন্য সদস্যদের সরবরাহ করেন। বিভিন্ন মসজিদকেও তারা গোপন সভা পরিচালনার জন্য বেছে নেন।
“সদস্যদের শারীরিক প্রশিক্ষণও দেওয়া হয়। প্রশিক্ষণের জন্য তারা চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা ও ঢাকার বিভিন্ন এলাকাকে বেছে নেন। এছাড়া ‘গোরাবা’ নামে একটি অনলাইন গ্রুপের মাধ্যমে নিয়মিত তারা বৈঠক করছিলেন।”
বিডিনিউজ২৪.কম