নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় সন্ধান পাওয়া জঙ্গি আস্তানাটি পরিচালনা করতেন জাবেদ হোসেন (২৭)। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম সদস্য। অবশেষে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) জালে ধরা পড়েছেন তিনি।
বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর বারিধারায় প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন) মো. ছানোয়ার হোসেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (৯ জুলাই) রাতে গাজীপুরের টঙ্গীস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে জাবেদকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানাটি তিনি পরিচালনা করছিলেন। এটিইউয়ের অভিযানের মুখে তিনি সেখান থেকে পালিয়েছিলেন।’
এটিইউয়ের এই কর্মকর্তা আরও বলেন, ‘২০১৬ সাল থেকে অনলাইনভিত্তিক জঙ্গি কার্যক্রম অনুসরণ করে আসছিলেন জাবেদ হোসেন (২৭)। এ কারণে ২০১৭ সালে গ্রেফতারও হয়েছিলেন। সে সময় পাঁচমাস সংশোধানাগারে থেকে আবারও জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন। সবশেষ ২০২০ সাল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।’
জাবেদ দীর্ঘদিন ধরে সংগঠনটির অর্থ সংগ্রহসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সংগঠনটির বাকি সদস্যদের ধরতে কাজ চলছে বলেও বলেও জানান এটিইউয়ের পুলিশ সুপার।
গত জুনে নেত্রকোনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি বড় প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, তাজা গুলি, ওয়াকিটকিসহ উগ্রবাদী প্রশিক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। এরপর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়িতেও অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি থেকে তিনটি তাজা বোমা, বোমা তৈরির উপাদান, ছোরা, চাপাতি, ডায়েরি, মুঠোফোন, সিমকার্ড জব্দ করা হয়।
সুত্রঃ সময় টিভি