সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে সারাদেশে যখন শিক্ষার্থীদের আন্দোলন উত্তাল। তখন গত সোমবার সরকারের পেটুয়া ছাত্রলীগ-যুবলীগ ও হেলমেট বাহিনীর নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় সাধারন কোটাবিরোধী আন্দোলকারী শিক্ষার্থীদের লাটি, রড দেশিয় অস্ত্র নিয়ে নিরস্ত্র সারাধন আন্দোলনকারীর উপর হামলা চালায়। এই হামলা শুধু ছাত্রদের উপর নয় তারা পাকিস্তানি হয়েনার মতো নারী শিক্ষার্থীদের উপর নির্মম-নির্যাতন করে যা দেখলে গা শিউরে উঠে। সোস্যাল মিডিয়া হামলার ভিডিও ছবি দেখে মানুষেরা বলছে শুনেছি একাত্তরে পাকিস্তানিরা মা-বোনদের উপরে এভাবে পাশবিক নির্যাতন চালিয়েছিল। আজ দেখছি দেশের শীর্ষ শিক্ষা-প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীকে ছাত্রলীগ-যুবলীগ ও হেলমেট বাহিনী নির্মমভাবে নির্লজ প্রশাসনের সামনে পিটিয়ে রক্তাক্ত করছে। অসহায় ও জীবনের বাঁচানের আকুতি করেও তারা নিরাপত্তা পাইনি। প্রশ্ন রাখতে চাই ছাত্রলীগ-যুবলীগ ও হেলমেট বাহিনীর প্রতি আপনাদের তো বাড়িতে মা-বোন আছে। আপনাদের বোন, মেয়ে যদি হতো পারতেন এভাবে তাদের উপর এভাবে নির্মম-নির্যাতন করতে?
একটি যৌক্তিক আন্দোলন ও নারী প্রতি এ কেমন নির্মম সহিংসতা!
previous post
