হাসনাতুল ইসলাম ফাইয়াজ ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে কারাগারে নিয়ে যাওয়ার সময় কোরবানির গরুর মতো দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, ওর মতো আরো অনেককে ধরে নিয়ে যাচ্ছে আর বলছে নিরাপত্তার জন্য নাকি এদের ডিবি অফিসে আনা হচ্ছে। এই দৃশ্য পৃথিবীর আর কোথাও চোখে পরে নাই। এই সব টাউট ধান্দাবাজরা এখন কোথায় যারা কথায় কথায় বলে ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’?
এই নির্মমতার শেষ কোথায়? এই প্রজন্মই এক সময় বর্তমান শাসককে ঘৃণার চোখে দেখবে তাদের সংখ্যা কিন্তু অধিক, প্রমাণিত। আমরা হয়তো দেখে যেতে নাও পারি, কিন্তু সেই দিন মনে হয় আর বেশী দূরে না
