আন্দোলন থেমে গেছে, শত শত লাশ তারপরও সবচেয়ে বড় পাওয়া হলো অন্তত জানা গেলো এই জেনারেশন ভয়েস রেইজ করতে পারে, অধিকার আদায়ের জন্য মাঠে নেমে জান দিতে পারে। জেন-জি’দের অনেকেই টিকটক জেনারেশন বলে অবজ্ঞা করে অথচ এরাই সবচেয়ে বেশি সাহস দেখাইছে বিগত কয়েক বছরের মধ্যে।
জেন-জি’রা আজ পারে নাই, সামনে পারবে৷ ওরা আছে বলেই আশা থাকবে।
