বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। বাংলাদেশে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের শীর্ষ নেতা জসিমুদ্দিন রহমানিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। শঙ্কা তবে কি নতুন বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে? ইসলামী দলগুলোর রাজনৈতিক ছত্রছায়ায় আবারও কি নতুনভাবে জঙ্গি তৎপরতার চেষ্টা করছে। হিজবুত তাহরির মতো সংগঠন নিয়ে উদ্বেগ বাড়ছে। তইদানিং তাদের কিছু গতিবিধির কথা সামনে আসছে। বিভিন্ন ক্যাম্পাসে তারা পোষ্টা লাগিয়ে উত্থানের জানান দিচ্ছেন।
বিগত সরকার আমলে দৃশ্যত জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল ৷ কিন্তু তাদের কার্যক্রম থামাতে পারিনি ৷ তারা অনলাইনে সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে ৷ সদস্য সংগ্রহ করা ৷ মানুষকে মোটিভেট করার কার্যক্রম তারা চালাচ্ছিল ৷ বর্তমান এর ব্যাপকতা বাড়ানোর কার্যক্রমও কিন্তু থেমে নেই৷ বর্তমান অন্তরবর্তীকালীন ক্ষমতার নেওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা নিস্ক্রিয় মনোভাব নিয়ে কাজ করছে এই সুযোগে বিভিন্ন জঙ্গি সংগঠন নতুনভাবে জঙ্গি তৎপরতা চালাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে এদের বিরুদ্বে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিগত সরকার আমলে দৃশ্যত জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল ৷ কিন্তু তাদের কার্যক্রম থামাতে পারিনি ৷ তারা অনলাইনে সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে ৷ সদস্য সংগ্রহ করা ৷ মানুষকে মোটিভেট করার কার্যক্রম তারা চালাচ্ছিল ৷ বর্তমান এর ব্যাপকতা বাড়ানোর কার্যক্রমও কিন্তু থেমে নেই৷ বর্তমান অন্তরবর্তীকালীন ক্ষমতার নেওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা নিস্ক্রিয় মনোভাব নিয়ে কাজ করছে এই সুযোগে বিভিন্ন জঙ্গি সংগঠন নতুনভাবে জঙ্গি তৎপরতা চালাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে এদের বিরুদ্বে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
