সম্প্রতি ফেইসবুক একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় একজন যুবক ঢাকার শ্যামলীতে ভাসমান যৌনকর্মীদের ওপর নির্মমভাবে লাঠিপেটা করেছে। ভিডিওটি দেখে নারী হিসাবে খুব খারাপ লাগলো এই ভেবে যে আপনার যাকে যৌনকর্মী হিসাবে পেঠাচ্ছেন সে সবার আগে একজন মানুষ ও দূর্বল নারী। আরো আশ্চর্য্য হলাম নির্যাতিত যৌনকর্মীকে কেউ একটু রক্ষা করতে এলো না। এভাবেই নারী যৌনকর্মীদের ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। নির্যাতিত হয়ে অনেক যৌনকর্মী শারীরিকভাবে অসুস্থ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। পরিবারে সম্পর্কের মাঝে তিক্ততা সৃষ্টি মা-সন্তানের। সন্তান ট্রমাটাইজড হয়ে আত্মহত্যার বেছে নেয়। এভাবে মানষিকভাবে নিপীড়ন ও নির্যাতিত হচ্ছে আধুনিক সমাজে।
প্রশ্ন হচ্ছে যৌন পেশা স্বীকৃত পেশা না হলেও আইনে কোথাও যৌনপেশাকে নিষিদ্ধ করা হয়নি। যৌনকর্মীদের কাছে কারা যায় নিশ্চয় সমাজের কোন না কোন পুরুষ। সমাজই তার প্রয়োজনে এই পেশার সৃষ্টি করেছে। তবে সব দায় কেন যৌনকর্মীর। যে পুরুষরা যৌনকর্মীর কাছে যায় সেই পুরুষ কী করে সমাজ-সংসারে ঠাঁই পায়। তবে যৌনকর্মী কেন সমাজচ্যুত হবে। পারিবারিক ও সামাজিকভাবে প্রতারিত হয়ে অভাবের তাড়নায় মূলত নারীরা যৌনপেশা নিতে বাধ্য হয়। কোন নারীই চায় না যৌনকর্মী হতে। তাই যৌনকর্মীদের ওপর শারীরিক নির্যাতন করার কোন অধিকার সমাজে অন্য কোন নাগরিকের নেই। রাষ্ট্রে আইন- আদালত আছে সেই আইন সবার জন্য সমান। গায়ের জোরে লাটি দিয়ে পিটিয়ে নির্যাতন করে ভাইরাল হওয়া কোন মহৎ কাজ নয় মনে রাখতে হবে তারাও এদেশের মানুষ তাদের ও আছে নাগরিক অধিকার। যৌনকর্মী নয় মানুষ হিসেবে সকল ধরনের নিপীড়ন ও নির্যাতন বন্ধ করতে হবে। যৌনকর্মীর নিরাপত্তা, কর্মসংস্থান, বাসস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।
প্রশ্ন হচ্ছে যৌন পেশা স্বীকৃত পেশা না হলেও আইনে কোথাও যৌনপেশাকে নিষিদ্ধ করা হয়নি। যৌনকর্মীদের কাছে কারা যায় নিশ্চয় সমাজের কোন না কোন পুরুষ। সমাজই তার প্রয়োজনে এই পেশার সৃষ্টি করেছে। তবে সব দায় কেন যৌনকর্মীর। যে পুরুষরা যৌনকর্মীর কাছে যায় সেই পুরুষ কী করে সমাজ-সংসারে ঠাঁই পায়। তবে যৌনকর্মী কেন সমাজচ্যুত হবে। পারিবারিক ও সামাজিকভাবে প্রতারিত হয়ে অভাবের তাড়নায় মূলত নারীরা যৌনপেশা নিতে বাধ্য হয়। কোন নারীই চায় না যৌনকর্মী হতে। তাই যৌনকর্মীদের ওপর শারীরিক নির্যাতন করার কোন অধিকার সমাজে অন্য কোন নাগরিকের নেই। রাষ্ট্রে আইন- আদালত আছে সেই আইন সবার জন্য সমান। গায়ের জোরে লাটি দিয়ে পিটিয়ে নির্যাতন করে ভাইরাল হওয়া কোন মহৎ কাজ নয় মনে রাখতে হবে তারাও এদেশের মানুষ তাদের ও আছে নাগরিক অধিকার। যৌনকর্মী নয় মানুষ হিসেবে সকল ধরনের নিপীড়ন ও নির্যাতন বন্ধ করতে হবে। যৌনকর্মীর নিরাপত্তা, কর্মসংস্থান, বাসস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।
