বর্তমান বিশ্বে ভৌগোলিক ওঅর্থনৈতিক ও সামাজিক দিক দক্ষিণ এশিয়া আছে একটি গুরুত্বপূর্ণ স্থানে। তার সাথে সাথে কিছু শঙ্কাও কারণ দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশে হঠাৎ করে জঙ্গি তৎপরতা কি মাথাচাড়া দিয়ে উঠছে। জঙ্গিগোষ্টির জন্মভুমি আফগানিস্থান ও পাকিস্তানে প্রতিনিয়ত জঙ্গিরা হামলা করেছে। বিশেষ করে ভারতে বর্তমান সময়ে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাচ্ছে কাশ্মীরের জম্মুতে জঙ্গি হামলায়, মিয়ানমার কুকি জঙ্গি মণিপুরে প্রবেশ চিন্তায় ফেলেছে ভারতকে, মনিপুরে প্রচুর অস্ত্র উদ্ধার এর মধ্যে রয়েছে স্থানীয়ভাবে তৈরি করা রকেট শেল ও তিনটি মর্টার, বিভিন্ন আকারের তিনটি রকেটের মাথার অংশ, গোলাবারুদ, গ্রেনেডসহ কিছু ক্ষেপণাস্ত্র। জঙ্গিরা কোথা থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে জঙ্গিবাদ বিস্তারের পরিধির তারতম্য থাকলেও এর পিছনে রাজনৈতিক ভূমিকা প্রায় একই। অপরাজনীতির কারণেই আফগানিস্তান ও পাকিস্তানের মতো সমাজে জঙ্গিবাদের শিকড় খুব গভীরে। ভারতে উগ্র হিন্দুত্ববাদ জঙ্গিবাদে রূপ না নিলেও দেশটির বহু প্রদেশেই রাজনৈতিক জঙ্গিবাদ রয়েছে। বাংলাদেশেও রাজনৈতিক কারণে কিছু রাজনৈতিক দল আদর্শিক এবং সামাজিকভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে ধর্মীয় উগ্র গোষ্ঠীগুলোকে। এ দেশেও এক সময় এই উগ্রবাদ জঙ্গিবাদে উত্থানের বাইরে নয়।
