বর্তমান সময়ের সঙ্গে কৌশল পালটে জঙ্গিরা অপতৎপরতা অব্যাহত রেখেছে। এখন মেধাবী তরুণ-তরুণীদের টার্গেট করে মিশনে নেমেছে। সম্প্রতি সময়ে হিযবুত তেহরীর প্রোগামে তরুন শিক্ষার্থীদের উপস্থিতি খুবই উদ্বেগজনক। শিক্ষার্থীদের উগ্রবাদের টোপ গেলানো হচ্ছে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে ভেড়ানো হচ্ছে। জামা’য়াতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি), আনসার আল ইসলামসহ পুরাতন বিভিন্ন সংগঠনের জঙ্গিরা নতুন নামে তৎপরতা চালাচ্ছে। ভিন্ন ভিন্ন কৌশলে তারা নতুন সদস্য সংগ্রহে তৎপর রয়েছে। তাদের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ-তরুণীদের উগ্রবাদের পথে নিয়ে যাচ্ছে। কখনও কখনও ছদ্মবেশে মানুষকে উগ্রবাদে আকৃষ্ট করছে জঙ্গিরা। তরুন ইঞ্জিনিয়ারি, ডাক্তার পেশায় নিয়োজিতরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছেন। পরিবারের সঙ্গে দূরত্ব, হতাশা জর্জরিত মেধাবী তরুণ-তরুণীদের মধ্যে যারা অতিরিক্ত স্বাধীন তাদের ভার্চুয়াল মাধ্যমে জঙ্গিরা টোপ দেওয়া। ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান নেই-এমন তরুণ-তরুণীকেও তারা টোপ দেয়। এরপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মগজ ধোলাই করে তাদের দলে ভেড়ায়। অনলাইনে পেট্রলিংয়ের মাধ্যমে জঙ্গিবিরোধী কার্যক্রমও অব্যাহত রয়েছে। বিগত সরকারের সময়ে যারা জঙ্গি কার্যক্রমে জড়িত ছিল, তারাই নতুন নামে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সদস্য সংগ্রহ অব্যাহত রেখেছে। বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কারের সাথে সাথে জঙ্গিবাদ নির্মূল করা।
জঙ্গিদের নতুন মিশন, মেধাবীদের দলে ভিড়ানো টার্গেট
previous post
