বৈষ্যম বিরোধী আন্দোলনে দেশ নতুনভাবে উজ্জবিত হয়েছে। স্বাধীন দেশে মত-প্রকাশের স্বাধীনতার স্বাদ জনগণ নতুনভাবে ভোগ করেছে। কিন্তু এর মধ্যে একটি ব্যাপার লক্ষ্য করছি স্বাধীন মত প্রকাশের সুবিধা নিয়ে কিছু জঙ্গি সংগঠন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে জঙ্গি, সন্ত্রাস ও ত্রাস সৃষ্টির মাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলো সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করার চেষ্টা করছে। বিশেষ করে দেশে আনসারুল্লাহ বাংলা টিম, হিযবুত তেহারী মতো সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলো জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হয়েছে। এই সংগঠগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের মাধ্যমে তাদের দল ভিডিয়ে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কায়েম করে ইসলামের দোহাই দিয়ে এক নতুন পতাকর ঝান্ডা তোলার অপতৎপরতা চালিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালানোর চেষ্টায় লিপ্ত।্আরো চিন্তার বিষয়ে ৫ আগষ্টের পরে কারাগার থেকে জামিনে থাকা জঙ্গি ও অন্যান্য অপরাধীরা মুক্ত হয়ে নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। দেশের এই ক্লান্তিলগ্নে আইন শৃংখলার বাহিনী কিছু এলোমেলো। এই সুযোগে যেন কোন ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে সবার।
