মুর্শিদাবাদেই এবার দুই জঙ্গিকে গ্রেফতার করলো পশ্চিমবঙ্গের এসটিএফ। আসাম পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যুক্ত । এদিকে মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক যুবককে।
আসাম পুলিশ পশ্চিমবঙ্গে এসে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তল্লাশি চালায় বুধবার রাতে। বহড়ান এলাকায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু জিহাদি বই। কিছু নথিও পাওয়া গেছে বলে সূত্রের খবর।
যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের একজন বহড়ান এলাকার বাসিন্দা আব্বাস শেখ ও দ্বিতীয়জন কেদারতলার বাসিন্দা মিনারুল শেখ। পুলিশের সন্দেহ ভারতে থেকে তারা জেএমবি-র লিংকম্যান হিসেবে কাজ করত। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে আসল তথ্য জানার চেষ্টা চলছে। এই দুজনের মধ্যে আব্বাস শেখকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। জাল পাসপোর্ট কাণ্ডে পুলিশের কাছে পড়েছিল সে।
এদিকে, মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি যুবক মহম্মদ মেহেদিকে। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। কী উদ্দেশ্যে ও কীভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।