পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছেন বলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
শনিবার দুপুর রাতে প্রদেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় হামলার এ ঘটনা ঘটে। পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানের সহকারী পুলিশ সুপার হিদায়েত উল্লাহ রয়টার্সকে জানান, শনিবার স্থানীয় সময় রাত ২টায় নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে হামলার এ ঘটনা ঘটে, এতে নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য আহত হন।
হামলাকারীরা হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে জানিয়ে তিনি বলেন, “ওই এলাকায় একটি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।”
টিটিপি তাদের হামলায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে।
হোয়াটস অ্যাপ চ্যানেলে এক সম্প্রচারে তারা বলেছে, “হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৫ সদস্য নিহত ও ১৫ জন আহত হয়েছেন।”
তবে এ ঘটনায় তাদের কোনো যোদ্ধা নিহত হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলেনি তারা।
টিটিপি গত কয়েক মাস ধরে ঘন ঘন হামলা চালাচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেই অধিকাংশ হামলা হচ্ছে।
পাকিস্তানের অনেকগুলো সুন্নি জঙ্গি গোষ্ঠী মিলে টিটিপি গঠন করেছে। তারা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানের সরকারকে উচ্ছেদ করে দেশটিতে কঠোর শরিয়া শাসন কায়েম করতে চায়।
টিটিপি আফগানিস্তানের তালেবান আন্দোলনের অংশ নয়। কিন্তু আফগান তালেবানের প্রতি আনুগত্যের অঙ্গীকার আছে তাদের।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর আফগান তালেবান কাবুলের ক্ষমতায় আসীন হয়।
সুত্রঃ বিডিনিউজ 24.কম