ফেক আইডি, তছনছ জীবন শিরোনামে একটি পত্রিকায় পড়লাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু শিক্ষার্থীর সোস্যাল মিডিয়ার তাদের নামে ভূয়া ফেক আইডি খুলে ছবি ব্যবহার , এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কমেন্ট এর মাধ্যমে সম্মান নষ্ট ও জীবনকে তছনছ । শুধু এটাই শেষ নয় অনেক সময় নারীর কিছু কিছু সর্ম্পকের ভিডিও মিডিয়া ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাক মেইল করে, আবার কিছু ভিডিও ছেড়ে দেয়। ফলে ভুক্তভোগী ঐ নারীর মানষিক, অর্থনৈতিকভাবে জীবন তছনছ হয়ে যায়। এমনিতে সমাজে নারীর বৈষম্য বৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা, নারীর পোষক ও স্বাধীনভাবে চলাচলে বাধা, নারীর নিরাপত্তাহীনতা, সোস্যাল মিডিয়া নারীর বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ উদ্বেগজনক লক্ষ্য করা যাচ্ছে। নারীকে মানুষ হিসেবে দেখতে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। তা না হলে সভ্য সমাজে নারীর অধিকার আরো সংকুচিত হবে।
