আসামের এসটিএফ-এর হাতে ভারতের কেরালা থেকে গ্রেফতারকৃত ‘বাংলাদেশি জঙ্গি’ মোহাম্মদ শাব সেখের ভাই এবার পুলিশের জালে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য শাব সেখের ফুফাতো ভাইকে রবিবার রাতে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ও আসাম পুলিশ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নওদার দুর্লভপুরে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাজিবুল ইসলাম নামে ওই যুবককে। এই সাজিবুল ইসলাম মোহাম্মদ সাব সেখের ফুফাতো ভাই।
সাজিবুল ইসলামের আত্মীয়দের দাবি, রাত আড়াইটে নাগাদ বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় সাজিবুলকে। চাষাবাদ করে সে। এক বছর আগে সৌদিতে কাজে গিয়েছিল। কী কারণে বাড়িতে পুলিশের হানা? কেনই বা নিরপরাধকে তুলে নিয়ে যাওয়া হলো, বুঝতে পারছেন না তারা।
ঘটনাকে ঘিরে থমথমে গোটা এলাকা। সাজিবুল ইসলামের বাড়িতে আত্মীয় পরিজনদের ভিড় ছিল সোমবার সকালেও।
দিন কয়েক আগেই আসাম পুলিশ হরিহরপাড়া থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে। যারা আনসারুল্লাহ বাংলার সদস্য বলেই জানা গেছে। তাদের জেরা করেই উঠে আসে মোহাম্মদ শাব সেখের নাম। কেরালা থেকে গ্রেফতার করা হয়েছিল শাব সেখকে।
নওদার ভোলা গ্রাম থেকে আরেক যুবক মুস্তাকিম মণ্ডলকেও আটক করে নিয়ে যায় পুলিশ। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা।
সুত্রঃ বাংলা ট্রিবিউন