ছবি: সংগৃহীত
খিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালন করার জেরে ভারতে ২ নারীকে যৌন নিপীড়ন, মারধরসহ অমানবিক নির্যাতন করেছে উগ্রবাদী হিন্দু সংগঠন দেবসেনার সদস্যরা।
গত ২৫ ডিসেম্বর বুধবার ঘটনাটি ঘটেছে দেশটির ওড়িশার যাজপুর জেলার গোবর্ধনপুরে।
ইতোমধ্যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বড়দিন পালন করায় ধর্মাবলম্বী ২ নারীকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন উগ্রবাদী হিন্দু সংগঠন দেবসেনার সদস্যরা। বলছেন, অন্য কোথাও যদি কেউ এরকম করে, তাহলে তাদেরকে খবর দিতে। তাহলে সেখানে গিয়েও তারা হাজির হয়ে ব্যবস্থা নিবেন।
নির্যাতনে সময় ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন তারা।
নির্যাতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, ওই ২ নারীরা বড়দিন উদযাপন করছিলেন। এতে তাদের পুর্বপুরুষদের ধর্ম ও সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি ‘ধর্ম পরিবর্তনে উৎসাহিত করছিলেন’ বলে অভিযোগ করা হয়।
রেমুনা থানার পুলিশ অফিসার সুবাস মালিক জানান, মারধরের শিকার নারীরা হচ্ছেন, সুবাসিনী সিং এবং শুকান্তি সিং। ঘটনার পর স্থানীয় পুলিশ জড়িত ৪ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (বিএনএস) এবং ওড়িশা স্বাধীন ধর্মীয় আইন, ১৯৬৭ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, বাদল পাণ্ডা, বিপিন নায়ক, প্রাশান্ত নায়ক এবং পিতাম্বর বিসওয়াল।
সুত্রঃ বাংলাভিশন