জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্বিয়া’য় যোগ দেওয়ার জন্য প্রায় দুই মাস আগে ঘর ছেড়েছিলেন কুমিল্লার এক যুবক। পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ নেওয়ার প্রস্তুতিও চলছিল তাঁর। পরবর্তী সময়ে আর মন সায় দেয়নি। অন্ধকার পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। ভুল বুঝতে পেরে গতকাল মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জঙ্গি সংগঠন থেকে ফিরে আসতে চান বলে জানান তিনি। আত্মসমর্পণ করতে চান। এরপরই পুলিশ উত্তরখানের আটিপাড়া মসজিদের পাশ থেকে তাঁকে থানায় নিয়ে আসে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তরখান থানায় আত্মসমর্পণ করা যুবককে জিজ্ঞাসাবাদ করেন। কীভাবে এবং কার মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়েছিলেন- তা বিস্তারিত তুলে ধরেছেন তিনি।
পুলিশ জানায়, আত্মসমর্পণ করা যুবক তিন-চার বছর সৌদি আরবে ছিলেন। ছয়-সাত মাস আগে দেশে ফেরেন। গ্রামের বাড়ি কুমিল্লায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি আবার সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য প্রায় চার মাস আগে (কুমিল্লায়) পাসপোর্ট অফিসে যান। পাসপোর্টের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ব্যক্তি তাঁকে বলেন, কাজের জন্য বিদেশে গিয়ে লাভ নেই। আখিরাতের জন্য কাজ করতে হবে। ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্বিয়া’য় যুক্ত হলে আখিরাতের পথ সহজ হয়ে যাবে। এভাবে তাঁকে জঙ্গি সংগঠনে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়। এক পর্যায়ে ওই ব্যক্তির সব কথায় সম্মত হন যুবক। যোগ দেন জঙ্গি সংগঠন হিন্দালে।
পুলিশ জানায়, ওই ব্যক্তির কথায় বাড়ি থেকে আড়াই লাখ টাকা চুরি করে গত ডিসেম্বরে ঢাকায় চলে আসেন। জঙ্গিদের কথামতো দক্ষিণখানে বাসা ভাড়া নেন। সেখানে বিভিন্ন সময় জঙ্গি সদস্যরা আসতেন। জঙ্গি নেতারাও এসে পরামর্শ দিতেন তাঁকে। বিভিন্ন সময় তাঁরা যুবকের কাছে থাকা টাকা নিয়ে যান। হাত খালি হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। জঙ্গিরা তাঁকে প্রশিক্ষণ গ্রহণের কথা জানান। তাঁকে পরিবারের সব সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে বলা হয়। এতে সংশয় দেখা দেয় তাঁর মধ্যে। ভাবতে থাকেন- ওই পথ ভালো নয়। জীবনটা অন্ধকারেই কেটে যাবে। আপনজন কেউ পাশে থাকবে না। কিন্তু ফিরে আসতে চাইলেও ভয় আর শঙ্কায় তা হয়ে উঠছিল না। জঙ্গিরা প্রতিশোধ নিতে যদি তাঁকে খুন করে!
যুবককে জিজ্ঞাসাবাদে সংশ্নিষ্ট এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির শুরুর দিকে যুবকের কাছে রাস্তায় হিজড়ারা টাকা দাবি করেন। টাকা নেই জানিয়ে তিনি হতাশার কথা তাঁদের কাছে জানান। এরপরই এক হিজড়া তাঁকে আটিপাড়ার বাসায় নিয়ে রাখেন। ছয় দিন তিনি সেখানে ছিলেন। ওই বাসা থেকেই ৯৯৯-এ ফোন করেন যুবক।
৯৯৯-এর মিডিয়া শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দুপুরে তাঁদের কাছে কল আসে। অপরপ্রান্ত থেকে যুবক নিজেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য বলে দাবি করে পুলিশ হেফাজতে আসার ইচ্ছা পোষণ করেন। এরপরই তিনি উত্তরার এক পুলিশ কর্মকর্তাকে বিষয়টি জানান।
উত্তরখান থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ সমকালকে বলেন, দুপুরে আটিপাড়া থেকে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) নিয়ে গেছে।
সুত্র: সমকাল