প্রতীকী ছবি।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বালুরটাল থেকে পুড়িয়ে হত্যার শিকার অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর পেয়ে বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বালুরটালের নির্জন ঝোপ থেকে পুড়ে অঙ্গার হওয়া এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থলে অবস্থান করছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জীবন্ত অবস্থায় হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে অজ্ঞাত এক নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রোমহর্ষক এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।
সুত্র: দেশ রুপান্তর