পাকিস্তানের মাটিতেই খতম জম্মু ও কাশ্মীরে একাধিক হামলা ও অশান্তি ঘটানোর মাস্টার মাইন্ড ও ২৬/১১ মুম্বই হামলার অন্যতম সদস্য আবু কাতিল। লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে অন্যতম ছিল আবু। হাফিজ় সইদের অত্যন্ত ঘনিষ্ঠ কমান্ডার ছিল এই জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরে বসে ভারতে হামলার একাধিক ছক তৈরি করেছে সে। এদিন পাকিস্তানের মাটিতেই তার খুন হওয়ার খবর প্রকাশ্যে আসে।
জানা গিয়েছে, শনিবার রাতে পাক অধিকৃত কাশ্মীরের অজানা আততায়ীরা আচমকা হামলা চালায় আবু কাতিলের উপর এবং গুলিতে তাকে ঝাঁঝরা করে দেয়। গুলিবিদ্ধ হয়ে কাতালের গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। শনিবার রাতেই এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির লাশ উদ্ধার হয়।
জানা গিয়েছে, শনিবার রাতে পাক অধিকৃত কাশ্মীরের অজানা আততায়ীরা আচমকা হামলা চালায় আবু কাতিলের উপর এবং গুলিতে তাকে ঝাঁঝরা করে দেয়। গুলিবিদ্ধ হয়ে কাতালের গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। শনিবার রাতেই এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির লাশ উদ্ধার হয়।
২০২৩ সালের রাজৌরির হামলা-সহ জম্মু ও কাশ্মীরের একাধিক অপারেশনের ছক তৈরি করে, পুরো অপারেশনটিও পরিচালনা করত সে। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র রাজৌরির ঘটনার চার্জশিটেও কাতালের নাম রয়েছে। পাকিস্তান থেকে ভারতে জঙ্গিদের এনে অপারেশন চালাত কাতাল। বহু দিন ধরেই চলছিল হাফিজ় ঘনিষ্ঠ জঙ্গির খোঁজ।
সুত্র: যুগান্তর