রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার পল্লবী থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। সেখানে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন এনামুল হক (৩৮) ও মহিদুর রহমান (৫০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আটজনের নামসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ক্যান্টনমেন্ট ও পল্লবী থানার সীমান্তবর্তী আজিজনগর এলাকায় একটি অপরাধী চক্রের বিষয়ে অনুসন্ধান করতে যান ওই নারী। তবে সেখানে পৌঁছানোর আগেই রাত ১টার দিকে ইসিবি চত্বরে তাকে আটক করে ১৬ দুর্বৃত্ত। তারা নারীকে জোর করে পল্লবীর গ্রীন সিটি বালুর মাঠ এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে আসামিরা তাকে ধর্ষণ করে। পরে আজ সকাল ৮টায় ভুক্তভোগীর মাধ্যমে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল পল্লবী থানার আওতাধীন হওয়ায় তারা বিষয়টি আমাদের জানায়। এরপর আমরা গিয়ে তাকে উদ্ধার করি। ধর্ষণে অভিযুক্ত নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়ক এনামুল হক ও হামিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরীক পরিক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদের ধরতে অভিযান চলছে।’
সুত্রঃ আমাদের সময়