সম্প্রতি সময়ে নারী প্রতি যৌন সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলছে। এই সংকট শুধু ভুক্তভোগীর জীবন নয়, সমাজের মূল ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে। সমাজে নারীদের নানা রকম কথা শুনতে হয়– পোশাক ঠিক নাই, চলাফেরা ঠিক নাই। কিন্তু যখন শুনতে পাই মাদরাসা শিক্ষার্থী নুসরাত, হিজাব পরা তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। মাগুরার শিশুটি যে কিনা নারী হয়ে ওঠেনি, তাকেও মরতে হলো। নারীরা কর্মক্ষেত্রে দেশ- বিদেশে গিয়েও ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ ও যৌন নির্যাতনের কারণে নারীর মৃত্যু হলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া। ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। ধর্ষণকে শুধু নারী নির্যাতন ও নারী নিপীড়ন বললে এর ভয়াবহতা হালকা হয়ে যায়।
নারীর প্রতি নিপীড়ন বন্ধে সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে। পর্নো সাইট ও মাদক বন্ধ করতে হবে।
নারী ধর্ষণকে নির্যাতন নয়, ধর্ষণই বলতে হবে
previous post
