সভা-সেমিনারে সবাই বলি নারী-পুরুষ সমান অধিকার
শুরুতেই পরিবার থেকে শুরু খর্ব হয় নারীর অধিকার
পোষাক নিয়ে কুটু কথা শুনতে হয় বার বার
শাড়ী কেন? কামিজ নয়, কপালে টিপ
হিজাব কই, বোরকা পড়লে ভালো হয়।
জোর করে কেড়ে নেয়, নারীর মতের অধিকার
কর্মক্ষেত্রে ও একই রুপ নারীর অধিকারে সবাই চুপ।
অনেক কিছু সইতে হয় নারীকে, লজ্জায় কাউকে পারে না বলিতে
একটু যদি হয় প্রতিবাদী, কর্মে তার থাকে না গদি।
এই সমস্যা শুধু গার্মেন্টস আর কারখানায় নয়
বড় বড় কর্পোরেট অফিসে হয়।
রাস্তা-ঘাটে নারী হয় অনেক যৌন হয়রানি
ওড়না ধরে টানা টানি, গা ঘেষে দাড়ানি
বাস-ট্রেনে হতে হয় ধর্ষণ আর নির্যাতন
এগুলোই কি এই আধুনিক সমাজের নারী অধিকার?
বাস্তবে সবই ফাঁকা নারীর নেই কোন প্রতিকার
নারীর অধিকার?
previous post
