জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার আঁচ শুধু ভারত নয় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ চলমান, বেশ কয়েকবার যা রক্তক্ষয়ী সংঘর্ষেও রূপ নিয়েছে। এ ছাড়া কাশ্মীরে বেশ কিছু জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন সক্রিয়, যাদের পেছনে পাকিস্তানের সরাসরি মদদ রয়েছে বলে অভিযোগ ভারতের। কাশ্মীরে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুকে ঘিরে বাংলাদেশের কোথাও যেন নতুন করে সাম্প্রদায়িকতা বা সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো যেন ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতার ধুয়ো তুলে নতুনভাবে তৎপরতা চালাতে না পারে।
কাশ্মীরের জঙ্গি হামলায়, বাংলাদেশের সর্তকতা
previous post
