ভারত-শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সংঘটিত এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে চার অভিযুক্ত জঙ্গি এখনো পলাতক এবং সম্ভবত তারা দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে। এমনটাই দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
বৈসরনে হামলার দিন শুধু তিন জঙ্গিই নয়, হামলাস্থলের আশপাশে আত্মগোপন করে ছিল অতিরিক্ত জঙ্গি। হামলার সময় যদি নিরাপত্তাবাহিনী চলে আসত, তাদের প্রত্যাঘাতের জবাব দেওয়ার জন্য এবং হামলাকারী জঙ্গিদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘ব্যাক আপ’ হিসাবে কাজ করত তারা। যাতে তাদের উপস্থিতি আর কেউ টের না পান, তাই হামলাকারী জঙ্গিদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিল অতিরিক্ত ওই জঙ্গিরা। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্তে এমনই তথ্য উঠে এসেছে।
এনআইএ সূত্রের দাবি, পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গিরা পালাতে পারেনি। তারা দক্ষিণ কাশ্মীরেই আত্মগোপন করে আছে। তবে ওই অঞ্চলে আরও অনেক জঙ্গি লুকিয়ে রয়েছে বলেও ওই সূত্রের দাবি। পাহাড়ি জঙ্গলে যাতে আরও অনেক দিন ধরে লুকিয়ে থাকা যায়, তার জন্য নিজেদের সঙ্গে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রীও বহন করছে হামলাকারী জঙ্গি দলটি। স্থানীয় সহযোগিতা ছাড়া জঙ্গিদের পক্ষে এত দিনের খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী বহন করা সম্ভব নয় বলে মনে করছেন তদন্তকারীরা। এই সহযোগিতা কারা পৌঁছে দিচ্ছেন, সেই সূত্রেরও খোঁজ চালাচ্ছেন তাঁরা।
সুত্রঃ যুগান্তর