ভারতের কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। তাই বাংলাদেশের জঙ্গি উত্থানের আশঙ্কা বাড়ছে। লেবাসধারী অন্ধ দলকানা মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলো বাগ-বিচার না করে লাফিয়ে উঠতে পারে এই আশঙ্কা বিদ্যমান। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার অভিযোগ মৌলবাদী ও আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে বাংলাদেশে নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গি শক্তিগুলি, সাবেক সরকারের আমলে টানা যৌথ অভিযানে যাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল পুলিশ ও সেনাবাহিনী। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের হাত ধরে আবারও মাথাচাড়া উঠার চেষ্টা নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর। হিযবুত তাহরী, আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি),শাহাদত-ই-আল হিকমা, হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আল্লাহর দল এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রতি নজরদারি বাড়ানো খুবই প্রয়োজন।
