হেফাজতে ইসলাম একটি জনসমাবেশে নারীর প্রতি অসম্মানজনক, মানহানিকর এবং নারীবিদ্বেষী বক্তব্য ও আচরণে নারী জাতি স্তম্ভিত। ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলোর দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা নারীর অধিকার আদায়ের পথে বাধা সৃষ্টি করছে, এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে তালমিলিয়ে যাচ্ছে প্রগতিশীল কিছু রাজনৈতিক দল। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নারী প্রতিকৃতিতে জুতা দিয়ে পেটানো হচ্ছে। । এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ গ্রহণ না করার বিষয়টি আশ্চর্যজনক। ধর্মীয় ও রাজনৈতিক অজুহাতে জনগণকে বিভ্রান্ত করে নারীর অধিকারে প্রধান অন্তরায় হচ্ছে এসব ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলোরা। সমাজের প্রত্যেক নারীকে এই গোষ্ঠিগুলোর বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানাতে হবে ধর্মীয় অজুহাত, নারীবিদ্বেষী মনোভাব দেখিয়ে নারী অধিকারের অন্তরায় না হতে পারে। হেফাজতে ইসলামের সকল অসাংবিধানিক দাবি-দাওয়া প্রত্যাখ্যান করতে জোড়ালো ভূমিকায় রাখতে হবে।
