প্রতীকী ছবি
চুনারুঘাটে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন উপজেলার আবু সিদ্দিক (৪০) ও আবু তাহের (৩৬)।
রোববার (১১ মে) সকালে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
তিনি বলেন, ভিকটিম এবং ভিকটিমের পিতা থানায় আসার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছি। আমরা দুজনকে গ্রেফতার করতে পেরেছি। তাদের বিরুদ্ধে ভিকটিমের পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজন আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
জানা যায়, ধর্ষিতা নারী মানসিক ভারসাম্যহীন এবং ওই নারীকে দীর্ঘদিন একটি চক্র পালাক্রমে ধর্ষণ করে আসছিল। লাগাতার ধর্ষণের কারণে ভিকটিম প্রতিবন্ধী নারী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।
ভিকটিমের পিতা বলেন, আমার মেয়ে ধর্ষণের শিকার হলে আমি এলাকার কয়েকজনের কারণে আইনের আশ্রয় নিতে পারিনি। তারা আমাকে বিচার-সালিশ করে এ ঘটনা শেষ করে দেবে বলে আশ্বাস দেন। কিন্তু তাদের চাহিদামতো ঘুষের টাকা দিতে পারিনি বলে আমাকে আইনের আশ্রয় নিতেও বাধা দেন।
সুত্রঃ সময়ের আলো