বাংলাদেশ জঙ্গিবাদের উর্বর ভূমি নয়। উৎসস্থলও নয়। ভিনদেশের জঙ্গিপনা থেকেই এই দেশের কিছু মানুষ উৎসাহ ও প্রশিক্ষণ নিয়ে এসে বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে নব্বই দশক থেকে শুরু করে গত দশকজুড়ে তারা নানা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে দেশজুড়ে। প্রথমদিকে এদের সবাই মাদ্রাসায় পড়াশোনা করা হলেও গত কয়েক বছরে এই চেহারা পাল্টে গেছে। আইএসের দল ভারী করতে ইচ্ছুক যেসব বাংলাদেশি বিভিন্ন রুটে সিরিয়া গিয়েছে তাদের প্রায় সবাই আধুনিক শিক্ষায় শিক্ষিত। তাদের কেউ চিকিৎসক, কেউবা প্রকৌশলী। ধনী আরব দেশগুলোর অর্থায়নেই এই অঞ্চলে জঙ্গিবাদী সংগঠন তৈরি হয়েছিল আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়া বাংলাদেশির সংখ্যা অনেক। আইএসে যোগ দিতে সিরিয়ায় অনেকেই অভিজাত পরিবারের সন্তান। তাদের পড়াশোনা ইংরেজি মাধ্যমের বিদ্যাপীঠে। অনলাইনভিত্তিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তারা জঙ্গিবাদে অনুরক্ত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকের ভাষ্যমতে বাংলাদেশের জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণের বিষয়ে পাকিস্তানেরও হাত আছে।
