৯টি জঙ্গি সংগঠন দেশের প্রচলিত আইন অনুযায়ী ঘোষিত নিষিদ্ধ সংগঠনগুলো হলো- শাহাদত-ই-আল হিকমা, হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, আল্লাহর দল এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। সর্বশেষ গত বছরের ১০ আগস্ট নিষিদ্ধ করা হয় জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে’। এসব জঙ্গি সংগঠনের কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থী এবং এদের কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এই জঙ্গি সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ। অথচ জঙ্গি নেই বলে যারা মুখে ফেনা তুলচ্ছেন তাদের সর্তক হওয়া উচিত। ওরা বসে নেই সাইক্লোন ঝড়ের গতিতে যে কোনো সময় আবির্ভাব হতে পারে ঐসব ভয়ংকর জঙ্গিরা See less
