ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় শ্রমিকদল নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও উপজেলা বাস্তুহারা দলের সভাপতি আলাউদ্দিন তজুমদ্দিন। তাদের দুজনকেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান। তিনি বলেন, গতকাল গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তেঁতুলিয়া নদী দিয়ে সীমানা পেরিয়ে ভোলা জেলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন প্রধান আসামি ফরিদ উদ্দিন। এমন সংবাদ পেয়ে তজুমদ্দিন থানার পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, এর আগে ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ জুন দুপুরের দিকে তজুমদ্দিনে স্বামীকে রাতভর মারধরের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামিকে করে তজুমদ্দিন থানায় একটি মামলা করেন।
সুত্র: বিডি টুডে নিউজ