পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে চালানো দু’টি পৃথক অভিযানে ১৩ ‘জঙ্গিকে’ হত্যা করার কথা জানিয়েছে।
রোববার পৃথক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ জেলায় চালানো এক অভিযানে নয় ‘জঙ্গি’ নিহত হয়েছেন। অভিযানে আরও আট ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করা হয়েছে।
বেলুচিস্তানের কালাত জেলায় পৃথক আরেক অভিযানে আরও চার ‘জঙ্গি’ নিহত হয় বলে জানিয়েছে তারা।
পুলিশ, লেভিস, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও জেলা প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে মালাকান্দের অভিযানটি পরিচালিত হয়। সেখানে ‘জঙ্গিরা’ অবস্থান করছে গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে অভিযানটি শুরু করা হয়, জানিয়েছে আইএসপিআর।
তাদের বিবৃতিতে ওই জঙ্গিদের ‘ভারতীয় প্রক্সি’ বলে উল্লেখ করা হয়েছে, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
অভিযান চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এ সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের দু’টি গোপন আস্তানা গুড়িয়ে দেয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করে।
কালাতে ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের’ জঙ্গিরা অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এখানেও দুইপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এখানে চার জঙ্গি নিহত হওয়ার পর তাদের অধিকারে থাকা অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
এর পাশাপাশি খাইবার পাখতুনখওয়ায় মালিকশাহী এলাকায় ড্রোন হামলায় ঘটনাস্থলে এক নারী নিহত এবং অপর এক নারী ও এক বালিকা আহত হন। কারা এই ড্রোন হামলা চালিয়েছে তা পরিষ্কার হয়নি।
একই প্রদেশের আপার সাউথ ওয়াজিরিস্তান জেলায় পৃথক দু’টি ঘটনায় দুই এসআইসহ সাত পুলিশ নিখোঁজ হয়েছেন। তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সুত্র: বিডিনিউজ২৪.কম