চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ বছর বয়সী মাদ্রাসার এক ছাত্রকে আবাসিক হোটেলে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক শিক্ষক বেলাল উদ্দিন (৩০) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
১২ জুলাই (শনিবার) ভোরে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে মাদ্রাসা থেকে অপহরণ করে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে বলাৎকার করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেন ওই শিক্ষক। মধ্যরাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম কক্সবাজার চকরিয়া পৌরসভা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ওই ছাত্রকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার হুজুর বেলালকে আটক করে থানায় আনা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ভিকটিমের নিকট থেকে জানা গেছে, আসামি বেলাল হুজুর অপহরণের আগে ও পরে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেল রেখে ওই ছাত্রকে একাধিকবার বলাৎকার করে এবং কাউকে না বলার জন্য হুমকি দেয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদি হয়ে শনিবার দুপুরে লোহাগাড়া থানায় মামলা করেছেন।
সুত্র: চট্টগ্রাম প্রতিদিন