রাজধানীর ডেমরায় অনলাইন চাকরির প্রলোভনে পড়ে ৩২ বছর বয়সি এক নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, ওই নারীকে একটি ফাঁকা ভবনে নিয়ে পাঁচ ঘণ্টা ধরে পালাক্রমে ধর্ষণ করে ৪ যুবক।
ভুক্তভোগী জানান, গত ১ আগস্ট তিনি মিরপুর থেকে ডেমরার স্টাফ কোয়ার্টারে আসেন, যেখানে পূর্বপরিচিত এক নারী পরিচয়ে সিমা (২২) নামের একজন অনলাইনে চাকরির অফার দেন।
সেখানে পৌঁছানোর পর এক অচেনা ব্যক্তি তাকে একটি হোটেলে খাওয়ানোর পর একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান, যেখানে আরও তিনজন অপেক্ষা করছিল।
নারীর ভাষ্য অনুযায়ী, প্রথমে তাকে ‘শর্ট ভিডিওর’ অভিনয়ের কথা বলে প্রস্তুত হতে বলা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চার ব্যক্তি মিলে তার হাত-পা বেঁধে যৌন নির্যাতনে লিপ্ত হয়। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে ধর্ষণের ঘটনা।
শুধু তাই নয়, ধর্ষণের পর অভিযুক্তরা ভুক্তভোগীর এবং তার মায়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা আদায় করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোনও নিয়ে নেয়।
পরে রাতেই তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয় এবং বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখানো হয়।
পরদিন ২ আগস্ট রাজধানীর ডেমরা থানায় ভুক্তভোগী মামলা করেন।
মামলায় চারজন অজ্ঞাতনামা পুরুষ ও সিমা নামের ওই নারীকে অভিযুক্ত করা হয়। ঘটনার পরপরই ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
সুত্র: যায়যায়দিন