কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার একটি সড়কে এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।
ধর্ষণের এ ঘটনায় রবিবার (৩ আগস্ট) দুপুরে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- ভেড়ামারার মসলেমপুর গ্রামের কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলি (২৪)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী (২৪) ভেড়ামারা উপজেলার একটি খাবার হোটেলে রান্নার কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষ করে স্বামীর সঙ্গে একটি ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ৬/৭ জন ভ্যানের গতিরোধ করে চালক ও ওই গৃহবধূর স্বামীকে মারধর করেন। স্বামীকে মারধরের পর তাকে বেঁধে রাখা হয়। পরে সড়কের পাশে একটি লিচুবাগানে নিয়ে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
খবর পেয়ে ভেড়ামারা থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে। একই সঙ্গে ঘটনার শিকার নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নেয়।
কুষ্টিয়ার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে তিন জন ওই গৃহবধূকে ধর্ষণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আসামিদের আদালতে নেওয়া হবে। থানায় মামলা হয়েছে। আরও যারা জড়িত, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সুত্রঃ বাংলা ট্রিবিউন