চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া ‘জঙ্গি’ মামলা থেকে খালাস পেয়েছেন ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ আট আসামি। সোমবার চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল জজ আবু হান্নান এর আদালত রায় দেন। তিনি চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
খালাস পাওয়া অন্য সাত আসামি হলেন, মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার সরোয়ার বলেন, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের খালাস দিয়ে রায় দিয়েছেন।
২০১০ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার কথা জানায় র্যাব-৭। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে। পরে ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সেই মামলার রায়ে খালাস পেয়েছেন আসামিরা।
মুফতি ইজহারের আইনজীবী আবদুস সাত্তার বলেন, আসামিরা কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত ছিলেন না। র্যাব আওয়ামী লীগ সরকারের নির্দেশে জঙ্গি নাটক সাজিয়েছিল। তা সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় আসামিদের আদালত খালাস দিয়েছেন।